####
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচসহ এ-গ্রুপের সকল খেলা খুলনায় অনুষ্ঠিত হবে। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উপলক্ষ্যে প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার টুর্নামেন্ট বিষয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে জানানো হয়, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ-সহ এ-গ্রুপের সকল খেলা খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় মোট ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্যায়ে কেবল বি-গ্রুপের খেলাগুলো কক্সবাজারে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো দুই দিনের এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ তিন দিনের হবে। আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দল ও বরিশাল বিভাগীয় দল পরস্পরের মোকাবিলা করবে।
এ সময় আরও জানানো হয়, অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় দলে খেলারযোগ্য অনেক উদীয়মান খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা করা যায়। খুলনার মানুষ ক্রিকেটপ্রেমী। এ টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে খুলনায় আরও টুর্নামেন্ট আয়োজনের দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা যায়। খুলনায় অনুষ্ঠিতব্য খেলাগুলো খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬-১৮ মার্চ।
প্রেস কনফারেন্সে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিতান কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজীসহ খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.