####
একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক খুলনা পেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, ক্লাব সদস্য এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, শেখ লিয়াকত হোসেন, এসএম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, মো. হুমায়ুন কবীর, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, খলিলুর রহমান সুমন, এজাজ আলী, রিংটন মন্ডল, প্রবীর কুমার বিশ্বাস, মোঃ বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, আল মাহমুদ প্রিন্স, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা ও মোঃ হাসানুর রহমান তানজির, খুলনা প্রেসক্লাবের প্যানেল আইনজীবী অ্যাড. মো. বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেলসহ সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং হুমায়ুন কবীর বালুসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।
উল্লেখ্য, গত ২০০৪ সালের ২৭ জুন নগরীর ইসলামপুর রোডে অবস্থিত নিজ কার্যালয় জন্মভমি ভবনের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি শাহাদাৎ বরণ করেন। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.