
####
খুলনার কয়রায় সাবেক এমপি, ইউএনও, ওসিসহ ৮০ জনের বিরুদ্ধে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক জিএম রাজিবুল আলম বাপ্পীর দায়ের করা মামলা ফেরত দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে মামলাটি আদালতের এক্তিয়ার বহির্ভূত হওয়ায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজাহারুল ইসলাম মামলার নফি ফেরত পাঠান। তবে নাশকতা মামলা হিসাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ দালিখ করার জন্য বাদীকে পরামর্শ দিয়েছেন এই বিচারক। ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পেশকার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২জুন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীরা কয়রায় ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ পরিদর্শনে যান। পরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তাদের বাঁধা দেয়া এবং হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা নগর ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক জিএম রাজিবুল আলম বাপ্পী বাদী হয়ে খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাবেক তিন পুলিশ কর্মকর্তাসহ ৮০ জনের নামে ১৭ ফেব্রুয়ারী-২০২৫ আদালতে অভিযোগ দায়ের করেন। কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগটি প্রথমে আমলে নিলেও সোমবার দুপুরে তা ফেরত দেন।
এ ব্যাপারে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পেশকার জামাল হোসেন জানান, বাদী জিএম রাজিবুল আলম বাপ্পী এই আদলতে যে অভিযোগ দিয়েছেন সেটা নাশকতা মামলার ধারায় পড়ে। যা কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক্তিয়ার বহির্ভূত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজাহারুল ইসলাম সোমবার দুপুরে এমন আদেশ দেন। যে কারনে তার অভিযোগের নথিপত্র ফেরত পাঠিয়ে নাশকতা মামলা হিসাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার জন্য বাদীকে পরামর্শ দেয়া হয়েছে।
নাশকতার অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান, থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী, সাবেক সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) সাচ্চু শেখ ও মিহির মজুমদার, কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ গাজী, আইনজীবী আব্দুর রাজ্জাক ও আরাফাত হোসেন প্রমুখ। ##