১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটের ভারপ্রাপ্ত ভিসি’র পদে চুয়েট অধ্যাপক হযরত আলীকে নিয়োগ

####

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের আগে অন্তবর্তী সময়ের জন্য অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্যসহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ’ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখিত শর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভিসি, প্রোভিসি এবং ছাত্র ক্যলান পরিচালকের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। ‎দীর্ঘ দুই মাস টানা আন্দোলন এবং শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং প্রো-ভিসিকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

পাইকগাছায় নড়া নদীর নেট-পাটা বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কুয়েটের ভারপ্রাপ্ত ভিসি’র পদে চুয়েট অধ্যাপক হযরত আলীকে নিয়োগ

আপডেট সময় : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

####

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের আগে অন্তবর্তী সময়ের জন্য অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্যসহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ’ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখিত শর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভিসি, প্রোভিসি এবং ছাত্র ক্যলান পরিচালকের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। ‎দীর্ঘ দুই মাস টানা আন্দোলন এবং শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং প্রো-ভিসিকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। ##