০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার শিক্ষকদের

####

কুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেছেন শিক্ষকবৃন্দ। বৃহষ্পতিবার বিকেলে কুয়েটের সকল শিক্ষকদের সাথে ভাইস-চ্যান্সেলরের দুই দিনব্যাপী মতবিনিময় সভায় শিক্ষকরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসার ড. মোহাম্মদ মাছুদ গত ১৮ফেব্রুয়ারী সাধারণ শিক্ষার্থীদের উপর মর্মান্তিক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকগণের উপর হামলার ঘটনা ও উদ্ভূত পরিস্থিতিতে করনীয় বিষয়ে ২৬ ও ২৭  ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে করণীয় বিষয়ে শিক্ষকবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র ভাইস-চ্যান্সেলর ও শিক্ষকগণের উপর  হামলা, অপমান, ও কটূক্তির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় শিক্ষকবৃন্দ দ্রুত সময়ের মধ্যে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভাইস-চ্যান্সেলরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, মিথ্যা, ও বানোয়াট তথ্যের ব্যাপারে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।  একই সাথে ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত খুজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও  শিক্ষার সুষ্ঠু  পরিবেশকে ব্যাঘাত ঘটাতে চাইলে শিক্ষকরা সম্মিলিতভাবে যেকোন অপচেষ্টা রুখে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় ভিসি প্রফেসার ড. মোহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী  ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি (ছাত্রত্ব বাতিল, চাকুরীচ্যুত) প্রদানের সিদ্ধান্তটি উপস্থিত সকলকে অবগত করেন। একইসাথে, এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ সকলের সাথে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট সীমানা প্রাচীর নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে বলে ভিসি জানান। ভাইস-চ্যান্সেলর কুয়েট শিক্ষাথীদের  উপর  হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটির অগ্রগতি নিয়ে আলোচনা এবং সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি শীঘ্রই  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

কুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার শিক্ষকদের

আপডেট সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

####

কুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেছেন শিক্ষকবৃন্দ। বৃহষ্পতিবার বিকেলে কুয়েটের সকল শিক্ষকদের সাথে ভাইস-চ্যান্সেলরের দুই দিনব্যাপী মতবিনিময় সভায় শিক্ষকরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসার ড. মোহাম্মদ মাছুদ গত ১৮ফেব্রুয়ারী সাধারণ শিক্ষার্থীদের উপর মর্মান্তিক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকগণের উপর হামলার ঘটনা ও উদ্ভূত পরিস্থিতিতে করনীয় বিষয়ে ২৬ ও ২৭  ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে করণীয় বিষয়ে শিক্ষকবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র ভাইস-চ্যান্সেলর ও শিক্ষকগণের উপর  হামলা, অপমান, ও কটূক্তির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় শিক্ষকবৃন্দ দ্রুত সময়ের মধ্যে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভাইস-চ্যান্সেলরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, মিথ্যা, ও বানোয়াট তথ্যের ব্যাপারে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।  একই সাথে ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত খুজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও  শিক্ষার সুষ্ঠু  পরিবেশকে ব্যাঘাত ঘটাতে চাইলে শিক্ষকরা সম্মিলিতভাবে যেকোন অপচেষ্টা রুখে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় ভিসি প্রফেসার ড. মোহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী  ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি (ছাত্রত্ব বাতিল, চাকুরীচ্যুত) প্রদানের সিদ্ধান্তটি উপস্থিত সকলকে অবগত করেন। একইসাথে, এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ সকলের সাথে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট সীমানা প্রাচীর নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে বলে ভিসি জানান। ভাইস-চ্যান্সেলর কুয়েট শিক্ষাথীদের  উপর  হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটির অগ্রগতি নিয়ে আলোচনা এবং সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি শীঘ্রই  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন। ##