০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েট ছাত্রলীগের সাবেক সম্পাদকসহ ১০ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার, ৩জনের মেয়াদী শাস্তি

####

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন আরো তিন শিক্ষার্থী। স্থায়ী বহিষ্কৃতরা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, শিক্ষার্থী রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম। এ ছাড়া মোস্তাক আহমেদ, শুভেন্দু দাস ও ফারিয়ার জামিলকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়টি জানাজানি হয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ইসিই বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে এ নিয়ে গঠিত তদন্ত কমিটি গত ১৭ সেপ্টেম্বর ঘটনার প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহম্মদ সুলতান মাহমুদ স্বাক্ষরিত কার্যবিবরণীতে এসব তথ্য জানা গেছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে শাস্তিপ্রাপ্তদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

কুয়েট ছাত্রলীগের সাবেক সম্পাদকসহ ১০ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার, ৩জনের মেয়াদী শাস্তি

আপডেট সময় : ০১:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

####

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন আরো তিন শিক্ষার্থী। স্থায়ী বহিষ্কৃতরা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, শিক্ষার্থী রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম। এ ছাড়া মোস্তাক আহমেদ, শুভেন্দু দাস ও ফারিয়ার জামিলকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়টি জানাজানি হয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ইসিই বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে এ নিয়ে গঠিত তদন্ত কমিটি গত ১৭ সেপ্টেম্বর ঘটনার প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহম্মদ সুলতান মাহমুদ স্বাক্ষরিত কার্যবিবরণীতে এসব তথ্য জানা গেছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে শাস্তিপ্রাপ্তদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ##