
####
কুষ্টিয়ার দৌলতপুরে ও দৌলতপুরের আল্লার দর্গায় ইসরাইলের পণ্য প্রত্যাহার ও ইসরাইলের বর্বরতা নিশংস হত্যা ফিলিস্তিনিদের দেশত্যাগ বাধ্য, হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে, নাসির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীবৃন্দ এবং আল্লার দর্গা জামে মসজিদ ও ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার ছাত্র-মুসল্লিবৃন্দ। নাসির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইসরাইলের বর্বরতা, হামলা ও ফিলিস্তিনির নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, গুলি করে হত্যা, বোমা বিস্ফোরণে হত্যার প্রতিবাদে এবং ইসরাইলদের গাজা ত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে। বেলা ১১ টার দিকে আল্লার দর্গার নাসির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাঁচ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। ছাত্রীরা ব্যানার ফেস্টুন নিয়ে কুষ্টিয়া প্রাণপুর সড়কে দাঁড়িয়ে এই মানববন্ধন করে। তারা জানাই বর্বর ইসরাইল ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন, দেশ তাকে বাধ্য করা গাঁজা কে নিজের অধীনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যে বর্বরতা হত্যাযজ্ঞ চালাচ্ছে বিশ্বের মোড়লরা এর প্রতিবাদ না করলে তারা কঠিনতর আন্দোলন শুরু করবে। ইসরাইলি পণ্য বর্জন ও তাদের ধিক্কার জানিয়ে বিলকিস খাতুন, শিক্ষার্থী রহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, রোজিনা খাতুন, আসমা আক্তার, হাজিরা খাতুন সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে বিকেল সাড়ে পাঁচটায় আল্লার দর্গা জামে মসজিদ ও ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে, হাজী গোলাম মোস্তাাকিম লস্কর ও বিএনপি নেতা আল্লার দর্গা জামে মসজিদের সভাপতি আরিফ বিশ্বাসের নেতৃত্বে হাজার হাজার মুসল্লি একটি বিক্ষোভ মিছিল আল্লার দর্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা ইসরাইলের বর্বরতা নিশংস হত্যা ফিলিস্তিনিদের দেশত্যাগ বাধ্য করা প্রভৃতি অমানবিক কাজের বিরোধিতা করে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।