মোঃ আবু বকর সিদ্দিক মোংলা :
সাতক্ষীরার শ্যামনগরে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ।
বুধবার ২২ জানুয়ারি (২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি (২০২৫) মঙ্গলবার রাত ১১ টা ১০ মিনিটের সময় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকা হতে ০২ টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, ০২ টি ককটেল, ০১ টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ ০২ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০) সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামের বাসিন্দা।
তিনি আরো বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। #
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.