১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী হেলথি সিটি মেলা অনুষ্ঠিত

####

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী হেলথি সিটি মেলা (হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যমেলা খুলনাবাসীকে স্বাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এই উদ্যোগটি নিয়েছেন অবশ্যই প্রশংসার দাবী রাখে।

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে হেলথি সিটি মেলা উপলক্ষ্যে ম্যারাথন রান অনুষ্ঠিত হয়। শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রূপসা-পিটিআই মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস প্রোগ্রাম হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার একশত ৫০জন অংশ নেন।

এ সময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম,  খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

পাইকগাছায় নড়া নদীর নেট-পাটা বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী হেলথি সিটি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

####

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী হেলথি সিটি মেলা (হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যমেলা খুলনাবাসীকে স্বাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এই উদ্যোগটি নিয়েছেন অবশ্যই প্রশংসার দাবী রাখে।

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে হেলথি সিটি মেলা উপলক্ষ্যে ম্যারাথন রান অনুষ্ঠিত হয়। শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রূপসা-পিটিআই মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস প্রোগ্রাম হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার একশত ৫০জন অংশ নেন।

এ সময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম,  খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ##