####
খুলনায় পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সুকান্ত দাসকে পুলিশী হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগের প্রতিবাদে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর(কেএমপি) ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার দুপুরের পর এনিসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দোগে এ ঘেরাও কর্মসূচী পালন করা হয়। এ সময় কেএমপির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় কেএমপির মূল ফটকের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফলে নগরীর প্রধান সড়ক খানজাহান আলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, এসআই সুকান্ত দাসকে গ্রেফতার ও পুলিশ কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যবেন তারা।
এর আগে মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা এলাকা থেকে আটকের পর মারধর করে উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা। আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গেল ১২ডিসেম্বর দায়ের করা মামলা ও নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.