####
খুলনায় সন্ত্রাসীর গুলিতে শেখ শাহীন (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সোয়া ১০ টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ শাহিন নগরীর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। আহত শাহীন মিস্ত্রিপাড়া রসুলবাগ এলাকার জোনাব আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০ টার দিকে শেখ শাহীন রসুলবাগ মসজিদের সামনে অবস্থান করছিলেন। ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দের পর এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার বাম কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অপরটি তার ডান পিঠে বিদ্ধ হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস গুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলির পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে রাতেই অভিযান শুরু হয়েছে।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.