
####
খুলনায় ইয়্যুথ এ্যাকশান ফর সোশাল ডেভলপমেন্ট(ওয়াইএএসডি) ও রঙমহল ফর ইয়ুথ-এর সহযোগিতায় গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এবং এক্যশান এইড একটিভিস্টা বাংলাদেশের যৌথ উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে জলবায়ু পরিবতর্নের ক্রমর্বধমান প্রভাব ও ক্ষতিকর পরিণতি সর্ম্পকে সচেতনতা তৈরি এবং মোকাবেলার আহবান জানিয়ে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পরিবেশর্কমী, সচেতন নাগরিক, ছাত্র-ছাত্রী ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব পোষণ করতে হবে। পরিবেশের প্রতি অবহেলা ও অস্বাভাবিক কার্যক্রমের ফলে পৃথিবী আজ সংকটময় অবস্থায় পৌঁছেছে। এর জন্য দায়ী আমরা মানবকুল। কারণ আমাদের র্কাযকলাপই পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলছে।
বক্তারা আরো বলেন, এখন সময় এসেছে, যদি আমরা পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করে, ক্ষতিকারক উপাদানগুলো থেকে দূরে থাকতে পারি এবং প্রকৃতির শৃঙ্খলা বজায় রাখতে সচেতন হতে পারি তাহলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব। আধুনিকায়ন এবং উন্নতির পথে চলতে গিয়ে আমাদের পরিবেশের প্রতি অবহলো করা উচতি নয়। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এই লড়াই শুধু পরিবেশের জন্য নয়-এটি ন্যায়বিচার, সমতা এবং টেকসই পৃথিবীর জন্য যৌথ সংগ্রাম। মানববন্ধন থেকে জলবায়ু পরির্বতনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ও মানুষের সচতেনতা বৃদ্ধি এবং যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।
মানববন্ধনে ইয়্যুথ এ্যাকশান ফর সোশাল ডেভলপমেন্ট (ওয়াইএএসডি)-এর প্রতিষ্ঠাতা রোকন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ##