০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইকালে ছাত্রদল নেতাসহ ৪জন  গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

####

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে অনলাইন জুয়ার অভিযোগ এনে চাঁদা দাবি, মারপিট এবং ত্রাস সৃষ্টি করে ছিনতাইয়ের সময় ৪ যুবক গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৭এপ্রিল) রাত ১০ টার সময় মহানগরীর সোনাডাঙ্গা থানার আন্দিরঘাট রোডে ইখতিয়ার উদ্দিন সুমন ঢালীর বাসায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের মধ্যম খলিসাবুনিয়ার মোঃ আব্দুল হামিদ সরদারের ছেলে খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, আব্দুর সামাদ গাইনের ছেলে বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, শ্যামনগরের গাবুরার কামরুল ইসলামের ছেলে সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র সান্নু ইসলাম সালাউদ্দিন, খুলনা সদরের আমতলার মোড়ের ইউসুফ আলীর ছেলে সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি। পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় আটককৃত ৪ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা  হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন জানান, তিনি অনলাইনে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযুক্ত চারজন ডিবি পুলিশের পরিচয়ে তার বাসায় প্রবেশ করে এবং তাকে একটি ঘরে আটকে রেখে মারধর শুরু করে। পরে তারা নিজেদেরকে ছাত্রদলের পরিচয় দিয়ে অনলাইনে জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তারা আলমারি থেকে তার স্ত্রীর নিকট ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি স্বর্ণের রিং, ১ টি ল্যাপটপ এবং ৩ টি মোবাইল ফোনসহ ২ লক্ষ ৬৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই চারজনকে আটক করে এবং ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদের বাসায় অনলাইনে জুয়া খেলার অভিযোগ তুলে অভিযুক্তরা প্রবেশ করে। কিছুক্ষণ পর ভেতর থেকে মারধরের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন আহমেদ বলেন, তারা প্রথমে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে এবং পরে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলে তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে দুই লাখ টাকা দিতে হবে।
সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের রিং একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সুমন ঢালীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

 তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধার হবে : আজিজুল বারী হেলাল

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইকালে ছাত্রদল নেতাসহ ৪জন  গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

####

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে অনলাইন জুয়ার অভিযোগ এনে চাঁদা দাবি, মারপিট এবং ত্রাস সৃষ্টি করে ছিনতাইয়ের সময় ৪ যুবক গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৭এপ্রিল) রাত ১০ টার সময় মহানগরীর সোনাডাঙ্গা থানার আন্দিরঘাট রোডে ইখতিয়ার উদ্দিন সুমন ঢালীর বাসায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের মধ্যম খলিসাবুনিয়ার মোঃ আব্দুল হামিদ সরদারের ছেলে খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, আব্দুর সামাদ গাইনের ছেলে বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, শ্যামনগরের গাবুরার কামরুল ইসলামের ছেলে সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র সান্নু ইসলাম সালাউদ্দিন, খুলনা সদরের আমতলার মোড়ের ইউসুফ আলীর ছেলে সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি। পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় আটককৃত ৪ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা  হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন জানান, তিনি অনলাইনে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযুক্ত চারজন ডিবি পুলিশের পরিচয়ে তার বাসায় প্রবেশ করে এবং তাকে একটি ঘরে আটকে রেখে মারধর শুরু করে। পরে তারা নিজেদেরকে ছাত্রদলের পরিচয় দিয়ে অনলাইনে জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তারা আলমারি থেকে তার স্ত্রীর নিকট ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি স্বর্ণের রিং, ১ টি ল্যাপটপ এবং ৩ টি মোবাইল ফোনসহ ২ লক্ষ ৬৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই চারজনকে আটক করে এবং ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদের বাসায় অনলাইনে জুয়া খেলার অভিযোগ তুলে অভিযুক্তরা প্রবেশ করে। কিছুক্ষণ পর ভেতর থেকে মারধরের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন আহমেদ বলেন, তারা প্রথমে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে এবং পরে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলে তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে দুই লাখ টাকা দিতে হবে।
সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের রিং একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সুমন ঢালীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ##