####
খুলনায় সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
এ সময় তিনি বলেন, পরিবেশকে সুন্দর রাখতে প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাত পণ্যের প্রতি সবাইকে আগ্রহ বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মরণব্যাধিতে অক্রান্ত হচ্ছে। এর ক্ষতিকর দিকগুলো প্রচার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিদের্শনা দেন বিভাগীয় কমিশনার।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ও পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম। দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্কুল-কলেজের শির্ক্ষাথী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, সুপার শপগুলোতে এবং কাঁচা বাজারসহ সারাদেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলার আওতাধীন ৮৫টি মোবাইলকোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ ৩৫ হাজার আটশত ৫০টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার একশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। পরে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.