
####
খুলনায় বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েল করা হয়েছে। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গণহত্যার প্রতিবাদ, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে খুলনায় ছাত্র-জনতার ব্যানারে শিববাড়ি মোড়ে বিক্ষোভ-সমাবেশ করে। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বানও জানান। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসাবে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় বিক্ষোভকারীরা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই, জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ইসরায়েলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইজরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ শেষে মিছিল নিয়ে শত শত লোক নগরীতে ভাংচুর ও লুটপাট চালায়। নগরীর ময়লাপোতা মোড়ের সিটি মেডিকেল কলেজের পাশে অবস্থিত কেএফসিতে এবং শিববাড়ি মজিদ স্মরণীর কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া শিববাড়ি মোড় সংলগ্ন সেনাকল্যান সংস্থার টাইগার র্গাডেন হোটেল ভবনে অবস্থিত বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষোভকারীরা।
খুলনা বাটার শোরুমের ম্যানেজার মো: তাহিরুল ইসলাম জানান, ভাংচুর ও লুটপাটে শোরুমের মালামাল ও চেয়ার-টেবিল এবং অন্যান্য সরঞ্জামসহ প্রায় এককোটি টাকার ক্ষয়ক্সতি হয়েছে। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কেএফসির ম্যানেজার জানান, তাদের ময়লাপোতা মোড়ের ও শিববাড়ির দুটি শাখায় কয়েকশো লোক মিছিল নিয়ে এসে ব্যাপক ভাংচুর ও লুটপাট চলানো হয়েছে। এতে তাদের ৬০ থেকে ৭০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান। ##