০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

####

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আরোচনা সবা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেরই পরিমাপ সকলের জন্য’।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সঠিক পরিমাপ আছে বলেই আমরা ভেজালমুক্ত ও সঠিক পরিমাপে পণ্য পায়। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। সকল পণ্য ভোক্তা সাধারণের কাছে পৌঁছে দিতে বিএসটিআই’র মনিটরিং জোরদার করা প্রয়োজন। মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া যাবে না।

খুলনা বিএসটিআই এর উপপরিচালক প্রকৌশলী রহিমা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক(রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

খুলনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

আপডেট সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

####

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আরোচনা সবা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেরই পরিমাপ সকলের জন্য’।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সঠিক পরিমাপ আছে বলেই আমরা ভেজালমুক্ত ও সঠিক পরিমাপে পণ্য পায়। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। সকল পণ্য ভোক্তা সাধারণের কাছে পৌঁছে দিতে বিএসটিআই’র মনিটরিং জোরদার করা প্রয়োজন। মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া যাবে না।

খুলনা বিএসটিআই এর উপপরিচালক প্রকৌশলী রহিমা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক(রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।