####
খুলনায় মানিক হাওলাদার নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকাল ১১ টার দিকে নগরীর ৫নং ঘাট এলাকায় সন্ত্রাসীরা তাকে ছুরিঘাত করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে ২১নং ওয়াড যুবদলের সহসভাপতি ও পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদ এলাকার মুনছুর হাওলাদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার পুরাতন রেল ষ্টেশন সংলগ্ন ৫নং ঘাট এলাকায় সন্ত্রাসীরা মানিক হাওলাদারকে ছুরিঘাত করে মারাত্নক জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকাল সাড়ে চারাটর দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মানিক হাওলাদার ২১ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।
যুবদল নেতা মানিক হত্যার ঘটনায় পুরাতন রেলস্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কেএমপির এডিসে মো: আহসান হাবিব জানান, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যাকান্ডে জড়িত তাকার সন্দেহে দুইনজকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.