####
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফারের প্রতিবাদে সড়ক অবরোধ ও ধর্মঘট পালন করছে শ্রমিকরা। রবিবার দুপুর থেকে খালিশপুর কাশিপুররস্থ পদ্মা, মেঘনা ও যমুন তেল ডিপোর ট্যাংকলরী শ্রমিকরা এ ধর্মঘট কর্মসূচী পালন করে। পরে শ্রমিকরা নতুন রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ ধর্মঘটের ফলে খুলনার তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানায়, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় রবিবার দুপুরে ডিবি পুলিশ আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সুষ্টি হয়। পরে আলী আজমের মুক্তির দাবিতে দুপুর ১টায় নগরীর নতুন রাস্তার কাশিপুর মোড়ে রাস্তার উপর ট্যাংলরী রেখে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। আন্দোলনকারীরা ট্যাংকলরী দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখে। এ সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ শ্রমিক নেতা আজিমকে বিনা কারনে গ্রেফতারের নিন্দা জানিয়ে দ্রুত মুক্তির দাবী জানান।
পরে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিকেল ৩টায় জরুরী বৈঠক বসেন। বৈঠকে তাদের সাধারন সম্পাদককে আজকের মধ্যে মুক্তি না দিলে অনির্দিষ্ট কালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষনা দেয়।।
এদিকে, ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.