০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার কয়রায় ১২বছর আগের ঘটনায় আওয়ামী লীগের ৭৬নেতা-কর্মীর না‌মে মামলা

####

খুলনার কয়রায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের ৭৬নেতা-কর্মীসহ  অজ্ঞাত আরও ৬০-৭০ জ‌নের না‌মে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। ১২ বছর  আগের ঘটনায় বুধবার (৫ ফেব্রুয়া‌রি) বিকেলে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ক‌রেন ফারুক ‌শেখ (৫৭)। তি‌নি উপ‌জেলার ৫ নং কয়রা গ্রা‌মের বা‌সিন্দা ও পেশায় একজন জেলে। মামলা‌টি(মামলার নম্বর সিআর ৬৭/২৫) আম‌লে নিয়ে পু‌লিশ ব্যুরো অব ইন‌ভে‌ষ্টি‌গেশন (পি‌বিআই)কে তদন্ত ক‌রে প্রতি‌বেদন জমার নি‌র্দেশ দেন আদাল‌তের বিচারক মোঃ আজহারুল ইসলাম। আসা‌মি‌দের ম‌ধ্যে জনপ্রতি‌নি‌ধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ তা‌দের অনুসা‌রি আইনজী‌বি, শিক্ষকও র‌য়ে‌ছে।

মামলায় আসা‌মিরা হ‌লেন-কয়রা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান এসএম শ‌ফিকুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও সদর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তর বেদকা‌শি ইউনিয়‌নের চেয়ারম্যান নুরুল ইসলাম সরদার, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও সা‌বেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান কম‌লেশ কুমার সানা, সা‌বেক ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, ক‌বি শামসুর রহমান, আইনজী‌বী কেরামত আলী, এসএম আঃ রাজ্জাক সানা, মোশারফ হো‌সেন, আরাফাত হো‌সেন, কয়রা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক এসএম হারুণ অর র‌শিদ, কোষাধ্যক্ষ শাহজাহান সিরাজ, কা‌লের ক‌ন্ঠে’র কয়রা প্রতি‌নি‌ধি ওবায়দুল ক‌বির সম্রাট, কয়রা সাংবা‌দিক ফোরাম না‌মের ক‌থিত সংগঠ‌নের সভাপ‌তি তা‌রেক হাসান লিটু, ছাত্রলী‌গের সভাপ‌তি শ‌রিফুল ইসলাম টিংকুসহ দেড় শতাধিক ব্যক্তি।

মামলার সূ‌ত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ফেব্রুয়ারি বিকেলে কয়রার দেউলিয়া বাজার থে‌কে বাড়ি ফেরার পথে সুন্দরবন মাধ্যমিক বালিকা মাধ‌্যমিক বিদ্যালয়ের গেটে পৌঁছালে বাদী জামায়াতের একটি মিছিল আস‌তে দেখেন। কয়রা মহিলা কলেজের দিক থেকে আসা মিছিলে তৎকালীন আওয়ামী লীগ নেতা এসএম শফিকুল ইসলাম ও এসএস বাহারুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ, যু্বলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ তা‌দের অনুসা‌রিরা আগ্নেয়াস্ত্রসহ লাঠি সোঠা নি‌য়ে মি‌ছি‌লে হামলা চালায়। তা‌দের  হামলায় ও মুহুর্মুহু গুলি থেকে জীবন বাঁচানোর তাগিদে তি‌নি একটি দোকানের আড়ালে আশ্রয় নেয়। ত‌বে আসা‌মিরা তাকে দে‌খে জামাত-শিবিরের কর্মী ম‌নে ক‌রে ধরধর বলে উঠে এবং বাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। একটি বুলেট বাদীর কোমরের নিচে লে‌গে মেরুদণ্ডের হাড় ভে‌ঙে পেটের নাভির পাশ দিয়ে বের হয়ে যায়।এ সময় বাদী অজ্ঞান হয়ে প‌ড়েন। প‌রবর্তী‌তে বিকাল ৫টার দিকে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে বাদী‌কে উদ্ধার ক‌রে হাসপাতালে নেন। মৃত প্রায় বাদীকে জায়গীরমহল হাসপাতালে ভর্তি কর‌তে বাধাগ্রস্থ করে আসা‌মিরা। প‌রে গোপন জায়গায় চিকিৎসা নেন। একপর্যা‌য়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নি‌য়ে সুস্থ হন তিনি।

মামলার বাদী ফারুক শেখ ব‌লেন, তৎকালীন রাজ‌নৈ‌তিক প্রেক্ষাপট প্রতিকূল থাকায় মামলা কর‌তে পা‌রিনি। বর্তমা‌নে অনুকূল প‌রি‌বে‌শে ন‌্যায় বিচার পা‌বো ব‌লে আশা কর‌ছি।

বাদীর আইনজী‌বি এ্যাড. আবু বকর সি‌দ্দিক ব‌লেন, মামলাটি আদালত আম‌লে নি‌য়ে পি‌বিআইকে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে ব‌লে‌ছে। আগামী ২০মার্চ মামলার পরবর্তী শুনা‌নির দিন র্ধায করেছে আদালত। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনার কয়রায় ১২বছর আগের ঘটনায় আওয়ামী লীগের ৭৬নেতা-কর্মীর না‌মে মামলা

আপডেট সময় : ০৭:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

####

খুলনার কয়রায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের ৭৬নেতা-কর্মীসহ  অজ্ঞাত আরও ৬০-৭০ জ‌নের না‌মে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। ১২ বছর  আগের ঘটনায় বুধবার (৫ ফেব্রুয়া‌রি) বিকেলে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ক‌রেন ফারুক ‌শেখ (৫৭)। তি‌নি উপ‌জেলার ৫ নং কয়রা গ্রা‌মের বা‌সিন্দা ও পেশায় একজন জেলে। মামলা‌টি(মামলার নম্বর সিআর ৬৭/২৫) আম‌লে নিয়ে পু‌লিশ ব্যুরো অব ইন‌ভে‌ষ্টি‌গেশন (পি‌বিআই)কে তদন্ত ক‌রে প্রতি‌বেদন জমার নি‌র্দেশ দেন আদাল‌তের বিচারক মোঃ আজহারুল ইসলাম। আসা‌মি‌দের ম‌ধ্যে জনপ্রতি‌নি‌ধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ তা‌দের অনুসা‌রি আইনজী‌বি, শিক্ষকও র‌য়ে‌ছে।

মামলায় আসা‌মিরা হ‌লেন-কয়রা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান এসএম শ‌ফিকুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও সদর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তর বেদকা‌শি ইউনিয়‌নের চেয়ারম্যান নুরুল ইসলাম সরদার, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও সা‌বেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান কম‌লেশ কুমার সানা, সা‌বেক ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, ক‌বি শামসুর রহমান, আইনজী‌বী কেরামত আলী, এসএম আঃ রাজ্জাক সানা, মোশারফ হো‌সেন, আরাফাত হো‌সেন, কয়রা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক এসএম হারুণ অর র‌শিদ, কোষাধ্যক্ষ শাহজাহান সিরাজ, কা‌লের ক‌ন্ঠে’র কয়রা প্রতি‌নি‌ধি ওবায়দুল ক‌বির সম্রাট, কয়রা সাংবা‌দিক ফোরাম না‌মের ক‌থিত সংগঠ‌নের সভাপ‌তি তা‌রেক হাসান লিটু, ছাত্রলী‌গের সভাপ‌তি শ‌রিফুল ইসলাম টিংকুসহ দেড় শতাধিক ব্যক্তি।

মামলার সূ‌ত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ফেব্রুয়ারি বিকেলে কয়রার দেউলিয়া বাজার থে‌কে বাড়ি ফেরার পথে সুন্দরবন মাধ্যমিক বালিকা মাধ‌্যমিক বিদ্যালয়ের গেটে পৌঁছালে বাদী জামায়াতের একটি মিছিল আস‌তে দেখেন। কয়রা মহিলা কলেজের দিক থেকে আসা মিছিলে তৎকালীন আওয়ামী লীগ নেতা এসএম শফিকুল ইসলাম ও এসএস বাহারুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ, যু্বলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ তা‌দের অনুসা‌রিরা আগ্নেয়াস্ত্রসহ লাঠি সোঠা নি‌য়ে মি‌ছি‌লে হামলা চালায়। তা‌দের  হামলায় ও মুহুর্মুহু গুলি থেকে জীবন বাঁচানোর তাগিদে তি‌নি একটি দোকানের আড়ালে আশ্রয় নেয়। ত‌বে আসা‌মিরা তাকে দে‌খে জামাত-শিবিরের কর্মী ম‌নে ক‌রে ধরধর বলে উঠে এবং বাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। একটি বুলেট বাদীর কোমরের নিচে লে‌গে মেরুদণ্ডের হাড় ভে‌ঙে পেটের নাভির পাশ দিয়ে বের হয়ে যায়।এ সময় বাদী অজ্ঞান হয়ে প‌ড়েন। প‌রবর্তী‌তে বিকাল ৫টার দিকে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে বাদী‌কে উদ্ধার ক‌রে হাসপাতালে নেন। মৃত প্রায় বাদীকে জায়গীরমহল হাসপাতালে ভর্তি কর‌তে বাধাগ্রস্থ করে আসা‌মিরা। প‌রে গোপন জায়গায় চিকিৎসা নেন। একপর্যা‌য়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নি‌য়ে সুস্থ হন তিনি।

মামলার বাদী ফারুক শেখ ব‌লেন, তৎকালীন রাজ‌নৈ‌তিক প্রেক্ষাপট প্রতিকূল থাকায় মামলা কর‌তে পা‌রিনি। বর্তমা‌নে অনুকূল প‌রি‌বে‌শে ন‌্যায় বিচার পা‌বো ব‌লে আশা কর‌ছি।

বাদীর আইনজী‌বি এ্যাড. আবু বকর সি‌দ্দিক ব‌লেন, মামলাটি আদালত আম‌লে নি‌য়ে পি‌বিআইকে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে ব‌লে‌ছে। আগামী ২০মার্চ মামলার পরবর্তী শুনা‌নির দিন র্ধায করেছে আদালত। ##