
####
খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার(১৭ জুন) রাত আড়াই টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় এলাকার ৩টি বাসা তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার এবং ০২ রাউন্ড গুলি ও ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-রুপসা ইস্টান শিপইয়ার্ড এলাকার নুরুল ইসলামের ছেলে রাজু আহমেদ, শিপইয়াড চানমারি বাজার মাদ্রাসা রোডের শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টার পাড়ার শওকত হোসেনের ছেলে মিরাজ, ১নং রহমান বাড়ি চানমারি দ্বিতীয় গলির মো: জালালের ছেলে নিরব ইসলাম জিয়া ও বাগেরহাটের শরণখোলার উত্তর কদম তলার হানিম শিকদারের ছেলে শামীম হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ##