####
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরের খান মার্কেটের টিনের চালের উপর থেকে মহিতুল ইসলাম খান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের খান মার্কেটের টিনের চালের উপর তার মরদেহ উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের খান মার্কেটের চালের উপর একজনের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে খান মার্কেটের চালের উপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবক উপজেলার গোলনা গ্রামের আব্দুর রহিম খানের ছেলে মোঃ মহিতুল ইসলাম। তাদের মালিকানার ওই মার্কেটে একটি চায়ের দোকান রয়েছে। মরদেহের পাশ থেকে এক কার্টুন স্পীড কোমল পানীয় উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি । ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.