####
খুলনার দাকোপে ২টি পাইপ গান ও ৪টি ধারালো অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। রবিবার ভোরে উপজেলার কালিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ ইয়াসিন মোল্লা(৪০), মোঃ সোহরাব সানা(৬০) ও মোঃ সিরাজুল সানা(৩০)। এদের সকলেরই বাড়ী দাকোপ উপজেলার বিভিন্ন গ্রুমে। আটককৃতদের বিরূদ্ধে দাকোপ থানায় অস্ত্রের মহড়া, এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনালা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল বলে জানায় কোস্ট গার্ড। উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.