০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার র্নিদেশ জেলা প্রশাসকের

####

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় আগামী জাতীয় সংসদ র্নিবাচন, জলাবদ্ধতা নিরসন, সরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, সড়ক সংস্কার, এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনা, সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, সামনের দিনগুলোতে দুইটি বিষয়ে আমাদের প্রধান করণীয় রয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করা। এ কাজটি গুরুত্বসহকারে দেখতে সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। তিনি বলেন, আরো একটি জরুরি বিষয় হলো গত মৌসুমের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে খুলনা মহানগরীসহ অন্যান্য উপজেলার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে শোলমারি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হয়েছে। স্লুইচগেটগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। এছাড়া আসন্ন এইচএসসি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে র্নিদেশনা দেন তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার(খুলনা জোন) শিহাব করিম সভায় জানান, ঈদ-উল-আজহার সময় মহানগরে তেমন উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনা ঘটেনি। মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে একটি হত্যাকান্ডের নেপথ্যের কারণ ২৪ ঘন্টার মধ্যে উন্মোচন করা হয়েছে। আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডের দায় আসামীরা স্বীকার করেছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক সভায় জানান, ডেঙ্গু ও করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। বাইরে বের হলেই মাস্ক পরতে হবে। পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় বেড প্রস্তুত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ, ড্রেনসহ সকল জায়গা পরিষ্কার রাখতে হবে। কোন স্থানে পানি জমতে দেওয়া যাবে না।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, কৃষকদের মাঝে নারিকেল, তাল, লেবু চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। একই সাথে শাক-সবজি ও আমন ধান আবাদের জন্য এক কোটি ৫৫ লাখ ৫৭ হাজার তিনশত টাকা প্রণোদনা দেওয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর প্রয়াণ দিবসে পরম শ্রদ্ধাঞ্জলী ” রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে”

খুলনার ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার র্নিদেশ জেলা প্রশাসকের

আপডেট সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

####

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় আগামী জাতীয় সংসদ র্নিবাচন, জলাবদ্ধতা নিরসন, সরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, সড়ক সংস্কার, এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনা, সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, সামনের দিনগুলোতে দুইটি বিষয়ে আমাদের প্রধান করণীয় রয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করা। এ কাজটি গুরুত্বসহকারে দেখতে সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। তিনি বলেন, আরো একটি জরুরি বিষয় হলো গত মৌসুমের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে খুলনা মহানগরীসহ অন্যান্য উপজেলার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে শোলমারি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হয়েছে। স্লুইচগেটগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। এছাড়া আসন্ন এইচএসসি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে র্নিদেশনা দেন তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার(খুলনা জোন) শিহাব করিম সভায় জানান, ঈদ-উল-আজহার সময় মহানগরে তেমন উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনা ঘটেনি। মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে একটি হত্যাকান্ডের নেপথ্যের কারণ ২৪ ঘন্টার মধ্যে উন্মোচন করা হয়েছে। আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডের দায় আসামীরা স্বীকার করেছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক সভায় জানান, ডেঙ্গু ও করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। বাইরে বের হলেই মাস্ক পরতে হবে। পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় বেড প্রস্তুত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ, ড্রেনসহ সকল জায়গা পরিষ্কার রাখতে হবে। কোন স্থানে পানি জমতে দেওয়া যাবে না।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, কৃষকদের মাঝে নারিকেল, তাল, লেবু চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। একই সাথে শাক-সবজি ও আমন ধান আবাদের জন্য এক কোটি ৫৫ লাখ ৫৭ হাজার তিনশত টাকা প্রণোদনা দেওয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##