০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার রূপসায় বিএনপি নেতাসহ ১১ জুয়ারিকে কারাদণ্ড

####

খুলনার রূপসা জুয়ার আসর থেকে বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন লস্কর ও তার ছেলে রাহিদ হাসান লস্কর রবিউলসহ ১১ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার ঘাটভোগে গোয়ালবাড়ি চর এলাকার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়ারিদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন রূপসার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

ভ্রাম্যমান আদালত জুয়া খেরার অভিযোগে ঘাটভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল-আমিন লস্করকে ২১ দিন জেল প্রদান করেছে। এ ছাড়া জসিম উদ্দিন, নয়ন হালদার, বাবু সরদার, তোরাপ লস্কর, এরশাদ লস্কর, জাহিদ লস্কর, বাহাদুর শেখ, আজিজুল মুন্সীকে ১০ দিন ও জনি ফকিরকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে। একই সাথে জনি মল্লিককে ১ হাজার টাকা ও রাহিদ হাসান লস্করকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রূপসার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, বিপুল পরিমাণ জব্দ হওয়া তাস ধ্বংস করা হয়েছে এবং খেলায় বাজি লাগানো প্রায় সাড়ে ৬ হাজার টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।  ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

পাইকগাছায় নড়া নদীর নেট-পাটা বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

খুলনার রূপসায় বিএনপি নেতাসহ ১১ জুয়ারিকে কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

####

খুলনার রূপসা জুয়ার আসর থেকে বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন লস্কর ও তার ছেলে রাহিদ হাসান লস্কর রবিউলসহ ১১ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার ঘাটভোগে গোয়ালবাড়ি চর এলাকার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়ারিদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন রূপসার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

ভ্রাম্যমান আদালত জুয়া খেরার অভিযোগে ঘাটভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল-আমিন লস্করকে ২১ দিন জেল প্রদান করেছে। এ ছাড়া জসিম উদ্দিন, নয়ন হালদার, বাবু সরদার, তোরাপ লস্কর, এরশাদ লস্কর, জাহিদ লস্কর, বাহাদুর শেখ, আজিজুল মুন্সীকে ১০ দিন ও জনি ফকিরকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে। একই সাথে জনি মল্লিককে ১ হাজার টাকা ও রাহিদ হাসান লস্করকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রূপসার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, বিপুল পরিমাণ জব্দ হওয়া তাস ধ্বংস করা হয়েছে এবং খেলায় বাজি লাগানো প্রায় সাড়ে ৬ হাজার টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।  ##