####
খুলনা জেলা কারাগারে মো: আক্রামুজ্জামান নামে এক কয়েদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর সোনালী ব্যাংক ফুলবাড়িগেট শাখার সাবেক ম্যানেজার ও দৌলতপুর থানার মধ্যডাংগা নগর এলাকার শেখ মহিউদ্দিনের ছেলে। বৃহষ্পতিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারগারের জেলার আবু সায়েম ।
তিনি জানান, খানজাহান আলী থানার একটি মামলায় সাবেক ব্যাংক ম্যানেজার মো: আক্রামুজ্জামানের ৫ বছর সশ্রম কারাদন্ড এবং একইসাথে ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন খুলনার একটি আদালত। হাইকোর্টে আবেদন করলে সাজার মেয়াদ কমিয়ে এক বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার তিনি হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.