০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা মহানগরীর পাঁচ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

####

খুলনা মহানগরীর পাঁচ থানা মহিলা দলের পাঁচ থানার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ জুন) রাতে এ কমিটি ঘোষনা করা হয়।  ঘোষিত কমিটিগুলো হলো-খুলনা সদর থানা মহিলা দলের কমিটিতে এড. জাহানারা পারভীনকে আহবায়ক, কাওসারী জাহান মঞ্জু, রোকেয়া ফারুক, লুৎফুন নাহার লাভলী, হোসনে আরা চাঁদনী, বিউটি আক্তার ও ওয়াহিদা পারভীন রোমানাকে যুগ্ন-আহবায়ক করা হয়েছে।

সোনাডাঙ্গা থানা মহিলা দলের কমিটিতে আর এফ হাসনাহেনাকে আহবায়ক, নাসরিন হক শ্রাবণী, সুলতানা পারভীন রজনী, এড. কামরুন নাহার হেনা, রেহানা মান্নান ও সোনিয়া খানকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

খালিশপুর থানা মহিলা দলের কমিটিতে শাহনাজ সরোয়ারকে আহবায়ক, মোসাঃ আনজিরা খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল ও মিসেস মনিকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

দৌলতপুর থানা মহিলা দলের কমিটিতে সালমা বেগমকে আহবায়ক, মদিনা আক্তার, লায়লা আনজুমান আরা, রুমা আক্তার ও বিথি খানমকে যুগ্ম-আহ্বায়ক হয়েছে।

খানজাহান আলী থানা মহিলা দলের কমিটিতে শাম্মি চৌধুরী মলিকে আহ্বায়ক, শিরিনা আক্তার, চয়ন আরা ও সাবিনা ইয়াসমিনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

দশমিনায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্ধোধন

খুলনা মহানগরীর পাঁচ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

####

খুলনা মহানগরীর পাঁচ থানা মহিলা দলের পাঁচ থানার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ জুন) রাতে এ কমিটি ঘোষনা করা হয়।  ঘোষিত কমিটিগুলো হলো-খুলনা সদর থানা মহিলা দলের কমিটিতে এড. জাহানারা পারভীনকে আহবায়ক, কাওসারী জাহান মঞ্জু, রোকেয়া ফারুক, লুৎফুন নাহার লাভলী, হোসনে আরা চাঁদনী, বিউটি আক্তার ও ওয়াহিদা পারভীন রোমানাকে যুগ্ন-আহবায়ক করা হয়েছে।

সোনাডাঙ্গা থানা মহিলা দলের কমিটিতে আর এফ হাসনাহেনাকে আহবায়ক, নাসরিন হক শ্রাবণী, সুলতানা পারভীন রজনী, এড. কামরুন নাহার হেনা, রেহানা মান্নান ও সোনিয়া খানকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

খালিশপুর থানা মহিলা দলের কমিটিতে শাহনাজ সরোয়ারকে আহবায়ক, মোসাঃ আনজিরা খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল ও মিসেস মনিকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

দৌলতপুর থানা মহিলা দলের কমিটিতে সালমা বেগমকে আহবায়ক, মদিনা আক্তার, লায়লা আনজুমান আরা, রুমা আক্তার ও বিথি খানমকে যুগ্ম-আহ্বায়ক হয়েছে।

খানজাহান আলী থানা মহিলা দলের কমিটিতে শাম্মি চৌধুরী মলিকে আহ্বায়ক, শিরিনা আক্তার, চয়ন আরা ও সাবিনা ইয়াসমিনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। ##