
####
খুলনা সাকিট হাউজ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। শনিবার (২৯ মার্চ) তিনি জানান, সার্কিট হাউজ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্টানের জন্য প্রস্তুতি যেটুকু বাকী রয়েছে তা আগামীকালের মধ্যেই সম্পন্ন হবে।
কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার জানান, সার্কিট হাউজ ময়দানে মুসল্লিদের জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। যেখানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের র্কমর্কতা, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। এ ছাড়া মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ঈদ জামায়াতে মুসল্লিদের অজু ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। আর বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে টাউন হল জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সব ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন।