মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
চিতলমারী উপজেলাবাসীর আয়োজনে ইমন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন হয়েছে। বুধবার (৫মার্চ) সকাল ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদলের আহবায়ক সহিদ মীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ন আহবায়ক শেখ রহমত,সংগঠক সিহাব মুন্সী, নাসির মুন্সী,রাজু শেখ, হামিম মুন্সী প্রমূখ।
মানববন্ধনে মামলার বাদী ও নিহত আল আমিন হোসেন ওরফে ইমন এর বড় ভাই রাজিবুল ইসলাম বলেন, ইমন খুলনার শিববাড়ী মোড়ে বাংলা লিং কোম্পানীতে এস.আর.পদে চাকুরী করতেন। ৫বছর পুর্বে তার ছোট ভাই ইমন খুলনার সোনাডাঙ্গা নবপল্লী এলাকার আব্দুল কাদের এর মেয়ে লাামিয়া আক্তার(২০) কে বিবাহ হয় করেন। বিবাহের পর থেকে খুলনার বড় বাজারে কেমিক্যাল ব্যবসায়ী বিশ^জিৎ সাহার সাথে লামিয়া পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এর জেরে স্বামী-স্ত্রীর বিরোধ সৃষ্টি হলে বিশ^জিৎ ও লামিয়া ইমনকে হত্যার পরিকল্পনা করেন।
তারই জের ধরে ২০ ফেব্রæয়ারি খুলনার সোনাডাঙ্গা ২২তলা ভবনের সামনে আল আমিন হোসেন ওরফে ইমন (২৬) কে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের ব্যপারে খুলনার সোনা ডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-২৪ তারিখ ২১/০২/২০২৫। হত্যার সাথে জড়িত বিশ^জিৎ সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধনে জোর দাবী জানানো হয়। নিহত আল আমিন হোসেন ওরফে ইমন চিতলমারী উপজেলার হিজলা পশ্চিম পাড়া গ্রামের মৃত: আইয়ুব আলী শেখের ছেলে।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.