
####
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল ২০২৫-এ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এই ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরা বিপুল সংখ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিহতদের প্রতি তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানান।