####
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করা হয়েছে।২৫ জানুয়ারি (শনিবার) ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশের সরকারের পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মূল বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক অঙ্গনের সদস্যগণ এই উদ্যাপনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেন। “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি”, তিনি উল্লেখ করেন। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.