####
দাম্পত্য জীবন ডিভাইডেডের জের ধরে
স্বামী নজু শেখ (৫০) ছুরি দিয়ে স্ত্রী জেলেকা বেগম (৪৫)-কে হত্যার অভিযোগ পাওয়া গেছে । সোমবার আনুমানিক রাত ৭টায় হাজারীবাগ ঝাউচরের আমড়া টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে । পুলিশ ঘাতক স্বামী নজু শেখ (নজু মেকার)-কে আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়- জেলেকা বেগম ধানমন্ডির এক বাসায় কাজকরে নিজের বাসা হাজারিবাগ ঝাউচরে ফিরতে ছিলো, তাঁর বাসার কাছে আমড়া টাওয়ারের সামনে আসলেই ঘাতক নজু তাঁকে ছুরি দিয়ে কোপাতে থাকে এক পর্যায় ছুরি বুকে ঢুকিয়ে দেয় । এ অবস্থা দেখে স্থানীয় ও লোকজন এসে নজুকে ধরে পুলিশে দেয় এবং রক্তাক্ত জেলেকাকে নিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের বাসিন্দা উভয়ে । নজু শেখের বাবার নাম ছিরু শেখ । নজুর বাড়ি আগে গোড়াখাল বা আকরাম মার্কেট ছিলো বর্তমানে রাঙ্গামাটিয়া কচুড়িয়া বাড়ি করেছে।নিহত জেলেকা বেগমের বাড়ি কচুড়িয়া শেখ আব্দুল হাই বাচ্ছু কলেজ মাঠ সংলগ্ন ।পিতার নাম নুরা শেখ,তাঁদের ২৫ বছরের সংসার জীবনে ১ ছেলে , ১ মেয়ে রয়েছে ।
তাঁদের পরিজনদের কাছ থেকে জানা যায়, তিন মাস আগে জেলেকা স্বামী নজুকে ডিভোর্স দেয় এবং নজুর আপন চাচাতো ভাই কবির শেখকে বিয়ে করে । জানাযায় কবিরের প্রথম বউ আগে অন্যকারো সাথে ভেগে গেছে । ঢাকা হাজারিবাগে থাকে কবির ও জেলেকা। নজুও আশপাসে ভারা থাকে। নজু রবিবার (২৬ জানুয়ারী) তাঁর ৫বছরের মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি আসে এবং বলে তাঁকে কবির ছুরিদিয়ে আঙ্গুলে কোপ দিয়েছে ক্ষতও আছে বলে বলে জানা গেছে । সোমবার (২৭ জানুয়ারী) সকালে নজু তাঁর মেয়েকে রেখে ঢাকা চলে যায় ।
স্থানীয় সূত্রে জানা যায়- ঐদিন জেলেকা কাজ কোরে বাসার কাছে আমড়া টাওয়ারের সামনে আসলেই ঘাতক নজু তাঁকে ছুরি দিয়ে কোপাতে থাকে এক পর্যায় ছুরি বুকে ঢুকিয়েদেয় । এঅবস্থা দেখে স্থানীয় ও লোকজন এসে নজুকে ধরে পুলিশে দেয় এবং রক্তাক্ত জেলেকাকে নিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে। খুনি নজুকে পুলিশ গ্রেপ্তার করেছে ।
ঢাকা মেডিকেল থেকে পোস্ট মডেম করে লাশ হস্থান্তরের পরে রাত আটটায় লাশ গ্রামের বাড়ি আনা হয় এবং নয়টায় জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয় । ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.