০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদা থানার সাবেক ওসিসহ ১০জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

####

তেরখাদা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।বুধবার (২৫ জুন) বিকেলে তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ভুট্টো বাদী হয়ে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তেরখাদা অঞ্চলে মামলাটি করেন। আদালতের বিচারক মো. নাজমুল কবির মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহষ্পতিবার মামলায় বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন-থানা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ (তদন্ত)মো. আলমগীর কবির, সেকেন্ড অফিসার আব্দুল কাইয়ুম, এস.আই চঞ্চল কুমার হালদার, এস.আই রুবেল, এস.আই এনামুল, এস.আই প্রতাপ, এস.আই অলিফ ঘোষ, এস.আই মোহাম্মদ শাহিন কাদির এবং এস.আই বিশ্বজিৎ মিত্র।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিগত সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও ক্রসফায়ারের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন আসামিরা। বাদী তেরখাদা থানার যুবদলের নেতা হওয়ায় তার কাছেও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তা না দিলে গ্রেপ্তার ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। ২০২৩ সালের ২০ জুন বাদীসহ কয়েকজন সাক্ষীকে থানায় ডেকে এনে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এছাড়াও বাদীকে ২০২৪ সালের ১৩ জুলাই দোকান থেকে তুলে নিয়ে গিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। এক লাখ ৫০হাজার টাকা পরিশোধের পরও তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলায় স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকেও একই কৌশলে অর্থ আদায় করা হয়েছে।

বাদী গোলাম মোস্তফা ভুট্টো বলেন, তৎকালীন সময়ে মামলা করার সুযোগ ছিল না। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি। আশা করি, ন্যায়বিচার পাবো।

বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, তেরখাদা থানা পুলিশের সাবেক ওসি সরদার মোশাররফ হোসেনসহ দশজন পুলিশের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর প্রয়াণ দিবসে পরম শ্রদ্ধাঞ্জলী ” রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে”

তেরখাদা থানার সাবেক ওসিসহ ১০জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

####

তেরখাদা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।বুধবার (২৫ জুন) বিকেলে তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ভুট্টো বাদী হয়ে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তেরখাদা অঞ্চলে মামলাটি করেন। আদালতের বিচারক মো. নাজমুল কবির মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহষ্পতিবার মামলায় বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন-থানা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ (তদন্ত)মো. আলমগীর কবির, সেকেন্ড অফিসার আব্দুল কাইয়ুম, এস.আই চঞ্চল কুমার হালদার, এস.আই রুবেল, এস.আই এনামুল, এস.আই প্রতাপ, এস.আই অলিফ ঘোষ, এস.আই মোহাম্মদ শাহিন কাদির এবং এস.আই বিশ্বজিৎ মিত্র।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিগত সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও ক্রসফায়ারের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন আসামিরা। বাদী তেরখাদা থানার যুবদলের নেতা হওয়ায় তার কাছেও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তা না দিলে গ্রেপ্তার ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। ২০২৩ সালের ২০ জুন বাদীসহ কয়েকজন সাক্ষীকে থানায় ডেকে এনে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এছাড়াও বাদীকে ২০২৪ সালের ১৩ জুলাই দোকান থেকে তুলে নিয়ে গিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। এক লাখ ৫০হাজার টাকা পরিশোধের পরও তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলায় স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকেও একই কৌশলে অর্থ আদায় করা হয়েছে।

বাদী গোলাম মোস্তফা ভুট্টো বলেন, তৎকালীন সময়ে মামলা করার সুযোগ ছিল না। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি। আশা করি, ন্যায়বিচার পাবো।

বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, তেরখাদা থানা পুলিশের সাবেক ওসি সরদার মোশাররফ হোসেনসহ দশজন পুলিশের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন। ##