####
পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ খোকনকে শনিবার দিবাগত রাতে পুলিশের হাতে ধরিয়ে দিলেন উপজেলা জমায়েতের শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় নিষিদ্ধ আ’লীগের দশমিনা উপজেলা শাখার বেতাগীসানকিপুর ইউনিয়নের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পদক মোঃ খোকন হোসেনকে শনিবার দিবাগত রাতে বেতাগিসানকিপুর বাজারে চায়ের দোকানে আটক করেন জামায়েত নেতা তরিকুল ইসলাম। আটকের পর দশমিনা থানায় ফোন করলে দশমিনা থানা পুলিশ নিয়ে আসে। ২০২২ সালের বেতাগি সানকিপুর ইউনিয়নে বিএনপির সমাবেশে আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাংচুর ও লুটপা করায় বিএনপির শতাদিক নেতাকর্মী আহত হয়। ওই মামলায় অজ্ঞাত নামা আসামী হিসাবে খোকন হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলিম বলেন, বেতাগীসানকিপুর ইউনিয়নের আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খোকনকে শনিবার দিবাগত রাতে চায়ের দোকানে জামায়েত নেতা তরিকুল ইসলাম আটক করে দশমিনা থানায় ফোন করলে দশমিনা থানা পুলিশ নিয়ে আসে। পারে বিএনপির দায়ের করা মামলায় গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.