
####
পটুয়াখালী দশমিনা উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মোঃ আফজাল হোসেনের মৃত্যুতে উপজেলা বিএনপি শোক জানিয়েছেন
পরিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ব্লাডক্যান্সারে অসুস্থ ছিলেন। গত শনিবার রাত সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার প্রাণী সম্পদ কর্যালয় সংলগ্ন ভাড়া বাসায় মারা যান। ব্যক্তিগত জীবনে তিনি আইন পেশার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশমিনা শাখার সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর শুনে আইনজীবী ও বিএনপিও ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেখতে বাসায় ছুটে যান। রবিবার সকালে তার মরদেহ কর্মস্থল দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের সামনে সহকর্মীদের দেখানোর জন্য আনা হয় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে জানাজা শেষে নিজ গ্রাম উপজেলা রনগোপালদী নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুরে উপজেলা বিএনপি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাসান মামুন সহ উপজেলা বিএনপি শোক বার্তা প্রকাশ করেন।