
####
নগরীতে চোরাই স্বর্নালংকার ও নগদ টাকাসহ ৪চোরকে আটক করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি রাতে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- বিআইডিসি রোড গোয়ালপাড়ার আবুল কালাম আজাদের ছেলে তাসমিউল হাসনাতরবি (১৯), রুহুল আমিনের ছেলে মোঃ সোহান হোসেন (২১), আলমনগরের ইউনুস মোল্লার ছেলে আবদুল্লাহ রাহুল (১৯) এবং মংলা হেলিপ্যাড ময়দানের পাশের মাসুদ রানার ছেলে ইয়াছিন আরাফাত রায়হান (২০)। আটককৃতদের কাছ থেকে ১টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, ১জোড়া স্বর্ণের কানের দুল, ৩টি ছোট স্বর্ণের কানের রিং, ৩টি মোবাইল এবং নগদ ৬৫হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।