####
নড়াইলে পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা আল্লাহকে নিয়ে এবং সোহেল হাসান গালিব বিশ্বনবী হযরত মুহাম্মদকে(সাঃ) নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মা নামাজ বাদ তৌহিদী জনতার আয়োজনে শহরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে নড়াইল চৌরাস্তা হয়ে একই স্থানে এসে শেষ হয়। এখানে উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আনসার ভিডিপি জামে মসজিদের খতিব মাওলানা মহসিনুদ্দিনসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, রাখাল রাহা আল্লাহর নামে কটুক্তি করেছে এবং সোহেল হাসান গালিব বিশ্বনবী হযরত মুহাম্মদকে(সাঃ) অবমাননা করেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। #
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.