
####
নড়াইলের সামাজিক ও মানবিক সংগঠন নড়াইল মানবকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল মানবকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোস্তফা রাছেল, রক্ত বিষয়ক সম্পাদক মোঃ রাজু গাজী, সেনাবাহিনী সার্জেন্ট মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ ও স্থানীয় জন সাধারন।
এ বিষয়ে নড়াইল মানবকল্যান ফাউন্ডেশণের প্রতিষ্ঠাতা সৈয়দ মোস্তফা রাছেল বলেন, সামাজিক অবক্ষয়রোধে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই যাত্রা শুরু করেছে নড়াইল মানবকল্যান ফাউন্ডেশন। ইতিমধ্যে আমরা রক্তদানের মাধ্যমে অসংখ্য রোগীর মুখে হাসি ফুটিয়েছি। অসুস্থ রোগীদেরকে চিকিৎসা সহয়তা প্রদান করেছি। দরিদ্র, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি।
এরই ধারাবাহিকতায় আজ দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। একঝাক তরুন স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ্ আগামীতে নড়াইল মানবকল্যান ফাউন্ডেশনের কার্যক্রম আরও বেগবান হবে। ##