
####
নড়াইলের-কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন এর পাখিমারা বাজার এবং চাপাইল ব্রিজ এলাকা গতকাল সকাল ১১ টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের এর উদ্যগে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি -সেলিম শিকদার ও যুবলীগ নেতা ও ইউপি মেম্বার গোলাম কবির তপন এবং জিফরুল সহ ১০/১২ জন নেতা কর্মী নিয়ে আধা ঘণ্টার একটা ঝটিকা সফর করে আওয়ামী লীগ এর লিফলেট বিতরণ করেন এই ঘটনা জানতে পেরে নড়াগাতি থানা যুবদলের আহবায়ক-ঝুনু চৌধুরীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন সব এবং গহরডাঙ্গা ইউনিয়ন বি এন পি এর সভাপতি নজরুল ইসলাম এর নেতৃত্বে সন্ধার পরে মিটিং এ পতিত ফ্যাসিষ্ট দের করা ঐ ঘটনার প্রতিবাদ করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়,তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০ ঘটিকার সময় বি,এন,পি ও অংগ সংগঠন প্রতিবাদ মিছিল শুরু করে এবং এসময় উপস্থিত নেতাকর্মীরা চাপাইল ব্রিজ এলাকার পাশে অবস্থিত মেম্বার ও ইউনিয়ন যুবলীগ নেতা গোলাম কবির তপন এর টিনসেড অফিস ঘর ভাংচুর করে এবং লিফলেট ও আসবাবপত্র আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং কিছু সময় পরে পাখিমারা বাজার এ অবস্থিত যুবলীগ নেতা জিফরুল মেম্বার এর দোকান অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়।এবং বিকেলে কালিয়া উপজেলা তে বি,এন,পি, এর সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে প্রতিবাদ মিসিল অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা বল্লে তিনি মন্তব্য করতে রাজি হননি।