####
নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া খান সাহেব স্কুল থেকে কচুয়াডাঙ্গার মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সরকারি পাকা রাস্তা এখন মাটির স্তূপে ঢাকা। অবৈধ ইটভাটার জন্য মাটি পরিবহনের সময় অসচেতনভাবে মাটি ফেলা হচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মাটি পড়ে থাকার কারণে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রাতের কুয়াশায় ভিজে এই মাটি পিচ্ছিল হয়ে যায়, ফলে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেল আরোহী ও পথচারীরা বেশি বিপদে পড়ছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার প্রতিবাদ জানানো হলেও প্রভাবশালীদের আধিপত্যের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জানা গেছে, দক্ষিণ যোগানিয়া গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি এই মাটি বিক্রির সঙ্গে জড়িত। কিন্তু প্রশাসনের কোনো নজরদারি নেই। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন কি উদ্যোগ নেবে, সেটাই এখন দেখার বিষয়।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.