
####
নড়াইল জেলার নড়াগাতীর থানার চাপাইল সেতু সংলগ্ন ইজিবাইক ষ্ট্যান্ডে অবৈধ ইট বোঝাই ট্রলি-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সেনা সদস্য (অবঃ)মোঃ ওহিদ শেখ গুরুতর আহত ও তার বাম পায়ের উপর দিয়ে ট্রলির চাকা উঠে যায়।
স্থানীয়রা জানায়, ৯ই ফেব্রুয়ারী (রবিবার) সকাল আনুমানিক ৮টার দিকে চাপাইল সেতুর সংলগ্ন নড়াইল পাড়ে হালিম শেখের দোকানের সামনে দ্রুতগামী ট্রলী এসে মোটরসাইকেল আরোহী ওহিদ শেখকে ধাক্কা দিলে তার বামপা গাড়ির চাকার তলে পড়ে দুমড়ে মুচড়ে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা আহতকে নিকটস্থ গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন ও আহত ওহিদ শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা সিএমএস এ দ্রুত প্রেরন করেন, ঘাতক ট্রলি স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি, অভিযোগ এলে তদন্ত পূর্বক আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করব।