০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নড়াগাতীতে প্রতিপক্ষের হাতে পিতা ও পুত্র মারাত্বক জখম

##

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী থানায় পিতাপুত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (০৬ মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহতরা হলেন- উপজেলার কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড়া এলাকার আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখ (৩৫)।
জানা যায়, ঘটনার সময় শামীম শেখ ইজিবাইকে করে তার অসুস্থ বাবাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের মেম্বার সোহেল শেখ তিনটি মোটরসাইকেলে ০৯-১০ জন এসে শামীম শেখ ও তার পিতার ওপর আকস্মিক হামলা করে তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদ ও শামীম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এদিকে উপজেলার নড়াগাতী থানার ওসি মো.শরিফুল ইসলাম মুঠোফোনে কলাবাড়ীয়ার পরিস্থিতি সম্পর্কে জানান,কলাবাড়ীয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহীনির অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি শান্ত।
প্রসঙ্গত,একই এলাকার মোশারেফ শেখের ছেলে আনিচ শেখকে প্রায় এক বছর পূর্বে হত্যা করা হয়। উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন গুরুতর আহত শামীম শেখসহ অন্যান্যরা। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার জয়পুর মোড় এলাকা থেকে আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখকে (৩০) হত্যার উদ্দেশ্যে আক্রমন কওে আহত করে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

নড়াগাতীতে প্রতিপক্ষের হাতে পিতা ও পুত্র মারাত্বক জখম

আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

##

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী থানায় পিতাপুত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (০৬ মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহতরা হলেন- উপজেলার কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড়া এলাকার আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখ (৩৫)।
জানা যায়, ঘটনার সময় শামীম শেখ ইজিবাইকে করে তার অসুস্থ বাবাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের মেম্বার সোহেল শেখ তিনটি মোটরসাইকেলে ০৯-১০ জন এসে শামীম শেখ ও তার পিতার ওপর আকস্মিক হামলা করে তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদ ও শামীম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এদিকে উপজেলার নড়াগাতী থানার ওসি মো.শরিফুল ইসলাম মুঠোফোনে কলাবাড়ীয়ার পরিস্থিতি সম্পর্কে জানান,কলাবাড়ীয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহীনির অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি শান্ত।
প্রসঙ্গত,একই এলাকার মোশারেফ শেখের ছেলে আনিচ শেখকে প্রায় এক বছর পূর্বে হত্যা করা হয়। উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন গুরুতর আহত শামীম শেখসহ অন্যান্যরা। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার জয়পুর মোড় এলাকা থেকে আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখকে (৩০) হত্যার উদ্দেশ্যে আক্রমন কওে আহত করে।