
####
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সময় আসছে , নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও রাজপথে নামা লাগতে পারে। আজ বৃহষ্পতিবার বিকালে খালিশপুর লিবাটি চত্বরে খুলনা মহানগর ও জেলা শ্রমিকদলের আয়েজনে শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । বকুল আরো বলেন , জনগনের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারলে শিল্প-কলকারখানা চালু করে খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনবে। জনসভায় বিশেষ অথিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, গত ফ্যাসিস্ট আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে ভাবে বেড়েছে , শ্রমিকদের মজুরী সেই ভাবে পাড়েনি । আওয়ামীলীগ ডাকাতি করে খুলনার সকল মিল কলকারখানা বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষতায় গেলে শ্রমিকদের জন্য মজুরী প্রদান করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টুসহ বিএনপি, শ্রমিকদল ও যুবদলের নেতৃবৃন্দ। ##