
####
খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, পতিত আ’লীগ,সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি’তে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যদি কোন নেতা-কর্মী এটা করেন তা হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। কেউ দলের নির্দেশনা উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি রবিবার কয়রায় উপজেলায় দিনব্যাপী দলীয় সাংগঠনিক কর্মসূচি পালন করে রাতে পাইকগাছা উপজেলার চাঁদখালীতে বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে লিফলেট বিতরণ করেন।
পরবর্তীতে তিনি উপজেলার লতায় যুবদল নেতা আলালের পিতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, জেলা বিএনপির সদস্, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস,জেলা বিএনপির সাবেক সদস্য জিএম মিজানুর রহমান মিজান, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।