
####
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মী আটক হয়েছেন। থানা পুলিশ সুত্র বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল পর্যন্ত এসব নেতা-কর্মীদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌরসভা শ্রমিকলীগের আহবায়ক আনারুল ইসলাম (৪৮) যুগ্ম আহবায়ক ও মহৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাবেক সভাপতি মো, জাকির হোসেন (৪৩) কপিলমুনি’র ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফজর আলী গাজী (৫৫) উপজেলা যুবলীগের সাবেক নেতা বাবুল হোসেন বাবু গাইন ( ৫০) ও আব্দুল কাদের গাজী (২৮)। এদের বাড়ী কপিলমুনি ও পাইকগাছা পৌরসভায়।
এ বিষয়ে থানার ওসি ( তদন্ত) মো,ইদ্রিসুর রহমান জানান, আটককৃতদের গত ২২/৬/২৪ ও ২৩/৯/২৪ তারিখে থানায় দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।