০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় চাচাদের বিরুদ্ধে ভাইপোর চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টার অভিযোগ

####

খুলনার পাইকগাছায় চাচাদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে চিংড়ি ঘেরের জমিতে বাঁধ দিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ হলে পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌছে সমাধান না হওয়া পর্যন্ত বাঁধের বন্ধ করে দিয়েছেন। উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজায় দখল চেষ্টার এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
লস্করের লক্মীখোলার মৃতঃ হাবিবুর রহমান কাগজীর ছেলে কে,এম আজিজুল ইসলাম জানান, কেওড়াতলা মৌজায় এসএ,৪৪ ও ১০ খতিয়ানের বিভিন্ন দাগে পৈত্রিক,ক্রয় ও ডিড সুত্রে আমি ১৮ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছি। কিন্তু পুর্বশত্রুতা বশত আমার আপন দু’ চাচা মাহাবুবর রহমান মন্টু ও মতিয়ার কাগজী পুর্ব থেকে আমার ঘেরের জমি দখলের চেষ্টা করে আসছিল। জানাগেছে, এ জমি নিয়ে আজিজুল ইসলাম বাদী হয়ে চাচা মন্টু কাগজী দিংদের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী-৮৪/১৭ মামলা করেন। বিজ্ঞ আদালত দখল ভিত্তিক স্থিতিবস্থার নির্দেশ দেন।
ঘের মালিক আজিজুলের অভিযোগ, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতাবলে চাচারা বাব-বার জমি দখলের পাঁয়তারা করছেন। এর ধারাবাহিকতা গত ১৩ জানুয়ারি ও সর্বশেষ মঙ্গলবার সকালে জোর করে ঘেরের মাঝখান বরাবর বাঁধ দেওয়া শুরু করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে মাহাবুবুর রহমান মন্টু কাগজী জানান,বর্তমান জরিপ অনুযায়ী আমরা বাঁধ দিয়ে জমি বুঝে নিতে চাইলে ভাইপোর বাঁধার মুখে তা ব্যাহত হচ্ছে।
তবে, পুলিশের এসআই শামিম হোসেন বলেন, বাঁধের কাজ বন্ধ করে সমাধান না হওয়া পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দু’পক্ষকে আদালতের নির্দেশনা মানতে বলা হয়েছে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

পাইকগাছায় চাচাদের বিরুদ্ধে ভাইপোর চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১২:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

####

খুলনার পাইকগাছায় চাচাদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে চিংড়ি ঘেরের জমিতে বাঁধ দিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ হলে পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌছে সমাধান না হওয়া পর্যন্ত বাঁধের বন্ধ করে দিয়েছেন। উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজায় দখল চেষ্টার এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
লস্করের লক্মীখোলার মৃতঃ হাবিবুর রহমান কাগজীর ছেলে কে,এম আজিজুল ইসলাম জানান, কেওড়াতলা মৌজায় এসএ,৪৪ ও ১০ খতিয়ানের বিভিন্ন দাগে পৈত্রিক,ক্রয় ও ডিড সুত্রে আমি ১৮ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছি। কিন্তু পুর্বশত্রুতা বশত আমার আপন দু’ চাচা মাহাবুবর রহমান মন্টু ও মতিয়ার কাগজী পুর্ব থেকে আমার ঘেরের জমি দখলের চেষ্টা করে আসছিল। জানাগেছে, এ জমি নিয়ে আজিজুল ইসলাম বাদী হয়ে চাচা মন্টু কাগজী দিংদের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী-৮৪/১৭ মামলা করেন। বিজ্ঞ আদালত দখল ভিত্তিক স্থিতিবস্থার নির্দেশ দেন।
ঘের মালিক আজিজুলের অভিযোগ, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতাবলে চাচারা বাব-বার জমি দখলের পাঁয়তারা করছেন। এর ধারাবাহিকতা গত ১৩ জানুয়ারি ও সর্বশেষ মঙ্গলবার সকালে জোর করে ঘেরের মাঝখান বরাবর বাঁধ দেওয়া শুরু করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে মাহাবুবুর রহমান মন্টু কাগজী জানান,বর্তমান জরিপ অনুযায়ী আমরা বাঁধ দিয়ে জমি বুঝে নিতে চাইলে ভাইপোর বাঁধার মুখে তা ব্যাহত হচ্ছে।
তবে, পুলিশের এসআই শামিম হোসেন বলেন, বাঁধের কাজ বন্ধ করে সমাধান না হওয়া পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দু’পক্ষকে আদালতের নির্দেশনা মানতে বলা হয়েছে। ##