####
পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌরসভার সরল নবপল্লীর শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা'র সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা, স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ মেনে নতুন প্রজন্মকে বাংলা, সংস্কৃত ভাষার শুদ্ধ উচ্চারণ সহ ইংরেজি ভাষা শেখানোর উপর গুরুত্ব আরোপ করেন।
তারা বলেন, সঠিক জ্ঞান চর্চা, শিষ্টাচার মানুষের চরিত্র গঠন করে। বিবেকানন্দের আদর্শ মানবজাতিকে তার অন্তর্নিহিত দেবত্ব শিক্ষা দেয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে কীভাবে কাজে লাগাতে হয় তাও শেখানো হয়। সভায় নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,মুক্তিযোদ্ধা অবঃ শিক্ষক রণজিৎ কুমার সরকার, অব. শিক্ষক দিলীপ কুমার দাশ, অ্যাড. অজিত কুমার মন্ডল,
নবগঠিত কমিটির সভাপতি অব. প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, সহ সভাপতি নিহার রঞ্জন গোলদার ও নন্দলাল ঘোষ, সাধারণ সম্পাদক শিক্ষক বিমল কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ বিমল কৃষ্ণ সরদার, সহ কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার সানা, সাংগঠনিক সম্পাদক জীবেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক শ্যামাপদ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাসেন্দু সরকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভূতি ভূষণ সরদার, স্বাস্থ্য ও চিকিৎসক বিষয়ক চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নয়ন মনি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মনোহর চন্দ্র সানা, জগন্নাথ সানা, সুনীল কুমার মন্ডল, পার্থ প্রতিম বাছাড়, অমিয় কুমার বাছাড় প্রমুখ।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.