
####
পাইকগাছায় আবারো ভাংচুর করে চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন গদাইপুরের মঠবাটী’র মৃতঃ চারু চন্দ্র বিশ্বাসের ছেলে অধীর বিশ্বাস (৬৫)।যার আসামী হলো একই গ্রামের মৃতঃ অমুল্য বিশ্বাসের দু’ছেলে রসময় বিশ্বাস( ৫২) ও নির্মল বিশ্বাস(৫৮) প্রাসকৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রকাশ (৩৫) ও বিকাশ (৩৮), বিবেক ব্যানার্জীর দু’ছেলে সুকল্যান ও তন্ময় ব্যানার্জীসহ অনেকে।
আদালত থানার ওসি’কে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানাগেছে, অধীর বিশ্বাস লতার হাঁড়িয়া মৌজায় এসএ,খতিয়ান ১৪৬ এর ৩৫২,৩৫৭সহ একাধিক দাগে -১৩,৯৬ একরের মধ্যে বিআরএস খতিঃ ১০ ও ২৩৩ এর ৫০৭,৫০৮ সহ একাধিক দাগে ৬ একর ৬৮ শতক জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি মৎস্য ঘের করে আসছেন। এ জমি ক্রয় সুত্রে ও ভি,পি-৭২২/৭৫-৭৬ ও ১৯/৮৭-৮৮ নং কেসে ইজারাপ্রাপ্ত হয়ে দখলে। কিন্তু এ মামলার আসামীরা মাঝে মধ্যে এ জমি দখল চেষ্টা করে ব্যর্থ হয় এমনকি এ পর্যন্ত একাধিক ব্যক্তিকে ডিড দিলেও তারাও দখলে যেতে পারেনি। সর্বশেষ গত ২৬ জানুয়ারী দখল চেষ্টা করলে অধীর বিশ্বাস প্রতিপক্ষ রসময় বিশ্বাস গংদের বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী কোর্টে এমআর-৩২/২৫ মামলা করলে পুলিশ আদালতের নির্দেশনা মতে দু’পক্ষকে দখল ভিত্তিক স্থিতিবস্থা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলেন।
ঘের মালিকের ছেলে দিলীপ বিশ্বাসের অভিযোগ,পুর্বে প্রতিপক্ষরা আপোষ মিমাংসার শর্তভঙ্গ করে ও সর্বশেষ আদালতের নির্দেশ উপেক্ষা করে ৭ মার্চ রাতে বহিরাগত লোক নিয়ে ঘের দখল চেষ্টা করে বাসা ও নেট-পাটা ভাংচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে বাঁধা দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ মামলার বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এফএমএ আঃ রাজ্জাক বলেন,রবিবার আদালতে শুনানীন্তে বিজ্ঞ বিচারক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ’কে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,এ মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে চিংড়ি ঘের দখল, পাল্টা দখল, পুনরুদ্ধারসহ বহু হামলা-মামলার ঘটনা ঘটেছে।