
####
পাইকগাছার কপিলমুনিতে ভাইয়ের স্ত্রী’র বিরুদ্ধে বসতঘর ও জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ননদ মঞ্জিলা খাতুন বাদী হয়ে বড় ভাবী সাথি আজাদসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পেক্ষিতে শনিবার থানায় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বসাবসি করে বিবাদমান দু’পক্ষের সম্মতিতে আমিনদ্বারা জরিপ পুর্বক মিমাংসা’র উদ্যোগ নেওয়া হয়েছে।
সুত্র বলছেন, বানিজ্য নগরী কপিলমুনি’র প্রয়াত আমজাদুর রহমানের ঐতিহ্যবাহী এ পরিবারের ওয়ারেশ গনের মধ্যে জায়গা-জমি’র স্বত্ত্ব নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সর্বশেষ কপিলমুনির মৃতঃ আমজাদুর রহমান এর মেয়ে মঞ্জিলা খাতুন থানায় লিখিত ভাবে উল্লেখ করেন, পিতা জীবদ্দশায় ৩ স্ত্রীসহ ৬ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। কপিলমুনি-নাছিরপুর মৌজার সাড়ে ১৫ শতক মূল্যবান সম্পত্তির উপর ৪তলা বাড়ীর দক্ষিন পশ্চিম পাশে পিতার ওয়ারেশ সুত্রে মঞ্জিলা খাতুন ১ শতক জমির উপর বসত ঘরে বাস করে আসছেন। ইতোপুর্বে আমজাদুর রহমানের দু’মেয়ে মঞ্জিলা খাতুন- রোজিনা খাতুন বাদে এ চৌহদ্দীভুক্ত ১২ শতক জমি তার বড় ছেলে শেখ আজাদ আওরঙ্গজেব দাদা ভাই সহ অন্য ৫ ভাই ও ২ বোন গত ১৭-১০-৯৪ সালে ৪৩৬৩ নং দলিলমুলে আমজাদুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জাহাঙ্গীর হুসাইন’কে লিখে দেন।
সুত্র জানান, দানীয় এ সম্পত্তি ফিরে পেতে এ পরিবারের ওয়ারেশদের মধ্যে বাবলু,লাভলু পিয়ারুল,মনা,মাসুমা ও শামসুর নাহার ইতোপূর্বে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ ১৩৩/৬ মামলা করেন। যা চলমান আছে।
এ বিষয়ে মঞ্জিলা খাতুন বলেন,বড় ভাই আজাদ আওরঙ্গজেব সহ আলী আম্বিয়া লালি স্বত্ত্ব ফিরে পেতে মামলা করেনি। উপরন্ত এ মামলায় ভাই আওরঙ্গজেব ও জাহাঙ্গীর হুসাইন লিখিত ভাবে জবাব দেন চৌহিদ্দীভুক্ত দক্ষিন-পশ্চিম পাশের বিবাদমান ঘরটি মঞ্জিলা খাতুনের। তিনি অভিযোগ করেন, ৬ মাসপুর্বে আমি লন্ডনে মেয়ের কাছে ছিলাম। সম্প্রতি দেশে ফিরেছি এ সুযোগে প্রতিপক্ষরা আমার ঘর দখল চেষ্টা করে তালা ভেঙ্গে ফেলেছে এবং নগরশ্রীরামপুরের ৫ শতক জমি দখল চেষ্টার পাঁয়তারা করছেন।
তবে, আজাদ আওরঙ্গজেবের স্ত্রী সাথি আজাদ জানান, ননদ মঞ্জিলা খাতুন উল্টো আমার দীর্ঘদিনের বসতঘরে তালা দিয়ে দখল চেষ্টা করছেন।
এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, পারিবারিক জায়গা-জমির বিরোধের জেরে মঞ্জিলা খাতুনের একটি অভিযোগ পেয়ে দু’ পক্ষ স্ব-স্ব অবস্থানে থাকতে বলা হয়েছে। তিনি আরোও জানান, বিষয়টি সমাধান করতে গনমান্য ব্যক্তিরা দু’পক্ষের সম্মতিতে মিমাংসার উদ্যোগ নিয়েছেন।