
####
বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় খুলনার পাইকগাছার মঠবাটী’ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ২৪ প্রহরব্যাপী ১১২ তম কেন্দ্রীয় সর্বজনীন নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে সন্ধ্যায় যজ্ঞের শুভ অধিবাস হয়।
আজ ১০ এপ্রিল-২৫ বাংলা ২৭ চৈত্র বৃহস্পতিবার মহানামযজ্ঞের প্রথমদিন অতিবাহিত হচ্ছে। শুত্রু ও শনিবার পর্যন্ত ৩দিন ধরে অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির আহবায়ক অবঃ অধ্যক্নাষ হরেকৃষ্ণ দাশ,সম্পাদক সন্তোষ সরকার ও কোষাধ্যক্ষ জগন্নাথ দেবনাথ জানান,নামযজ্ঞ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো নারীপুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটবে। এখানে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ৩ দিন ধরে দেশ বরেণ্য কীর্ত্তনীয়া দলগুলো নামামৃত পরিবেশন করবেন। ৩০ চৈত্র ভোরে কুঞ্জভঙ্গও নগর কীর্তনের মাধ্যমে উৎসবের সমাপ্ত ঘটবে।