
####
পাইকগাছায় অনুষ্ঠিত ১১২তম উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন নামযজ্ঞ পরিদর্শন করে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করে অনুদান তুলে দিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক ও দলীয় নেতা-কর্মীরা। মঠবাটীর শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রেমে ৯ এপ্রিল হতে ১২ এপ্রিল পর্যন্ত অহরাত্র ২৪ প্রহরের নাম সংকীত্তনের তৃতীয় দিন শনিবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার সফরসঙ্গীরা নামযজ্ঞভুমি পরিদর্শন করে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় সম্পন্ন করে উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন মহানামযজ্ঞ কমিটির কাছে অর্ঘ তুলে দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন নামযজ্ঞ কমিটির সম্পাদক সন্তোষ কুমার সরকার ও কোষাধ্যক্ষ জগন্নাথ দেবনাথসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক,সদস্য সচিব যঞ্জেশ্বর কার্ত্তিক, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার,বিএনপি নেতা ফয়সাল রাশেদ সানি,মোস্তাফিজুর রহমান লিপটন, আমিনুল ইসলাম, কিশোর কুমার মন্ডল, উদয় মন্ডলসহ আয়োজক কমিটির মিলন রায চৌধুরী,তিমির বিশ্বাস,অধীর বিশ্বাস,রবীন্দ্রনাথ বিশ্বাস,আলোক ব্যানার্জী,পার্থ সারথী,বাপ্পা ব্যানার্জী,প্রথমেশ রায,সুজিত বিশ্বাস,তমবিশ বাছাড়,সিদ্ধার্থ মল্লিক,উজ্বল,পৃতিশসহ অনেকে।